
ছবি: প্রতীকী।
রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে আগামী সোমবার পর্যন্ত। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। চৈত্রেই গরমে হাঁসফাঁস অবস্থা। বিশেষত রাজ্যের দক্ষিণ এবং পশ্চিমাংশের জেলাগুলিতে গরমে টেকা দায়। যদিও ভালো খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, চৈত্রের শেষে বাংলায় বৃষ্টি হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত বাংলার সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়ে পারে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। সে কারণেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কলকাতায় বৃহস্পতিবার রাতের দিকে ঝড়বৃষ্টি হয়েছে। হাওয়ার সঙ্গে কোথাও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি হয়। আবহাওয়ার এই আচমকা পরিবর্তন গরমে কিছুটা স্বস্তি দিয়েছে। এর জেরে এক দিনেই পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপম্কাতারর পারদ ছিল ২৬.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকেরই কাছাকাছি। রাতের দিকে ঝড়বৃষ্টির জন্য শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। তাপমাত্রা নেমে হয় ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপম্কাতারর পারদ ছিল ২৬.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকেরই কাছাকাছি। রাতের দিকে ঝড়বৃষ্টির জন্য শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। তাপমাত্রা নেমে হয় ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৩: আলাস্কার দক্ষিণে রয়েছে সেই মনোরম গ্লেন হাইওয়ে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৩: মা সারদার সঙ্গে সরলাদেবীর কাশীভ্রমণ
হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড় বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে। দক্ষিণবঙ্গের অন্য জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৯: আধুনিক যুগে দাবানলের ফলে বনদহনের সঙ্গে খাণ্ডব বনদহনের সাদৃশ্য আছে কী?

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৫: ঝোপ টিকরা
রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, নদিয়ায় ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড় হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সেই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৫: রবীন্দ্রনাথ, মণিপুরী নৃত্য ও ত্রিপুরা

হ্যালো বাবু! পর্ব-৭৭: গুগলি/১২
আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জন্যও ঝড়ের সতর্কতা জারি করেছে। শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্নাবাভাসরয়েছে। বাকি সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের আট জেলার শুক্রবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও ঝড়বৃষ্টির জন্য উত্তরের আট জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। এই দিন দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১০: অন্ধকারে, চুপিসারে

উত্তম কথাচিত্র, পর্ব-৬৯: সে এক স্বপ্নের ‘চাওয়া পাওয়া’
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে একটি উচ্চচাপ বলয় রয়েছে উত্তর-পূর্ব বিহারের উপরে। আবার অন্য একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই সারা বাংলায় বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।