শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


পার্থ চট্টোপাধ্যায়।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। ধোপে টিকল না তাঁর যুক্তি। ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিল সিবিআই। তিনি এতদিন জেল হেফাজতে ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানিয়েছিল। শুক্রবার শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। এর পরেই বিচারক নির্দেশ দেন, আগামী ২১ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হেফাজতে রাখা হোক।
পাশাপাশি, সিবিআই একই মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধেবেলা গ্রেপ্তার করে। এদিন তাঁকেও আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকেও ২১ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাংশের ধারণা, এ বার হয়তো সিবিআই পার্থ ও কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ সেপ্টেম্বর।
এর আগে এসএসসি দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বেশ কিছুদিন ইডি হেফাজতেও ছিলেন। এরপর তাঁর জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাঁকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল। পার্থর ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কেও জেল হেফাজতে নেওয়া হয়। তাঁর বর্তমান ঠিকানা আলিপুর জেল। আপাতত আরও ১৪ দিন থাকতে হবে সেখানে তাঁকে।
আরও পড়ুন:

ত্বকের পরিচর্যায়: টানটান ত্বক চাই? বয়স ধরে রাখতে মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি

হোমিওপ্যাথি: মাইগ্রেনের যন্ত্রণায় কাবু? হোমিওপ্যাথিতে আছে সমাধান

আদালতে পার্থকে সশরীরে হাজির করানো হয়। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। তাঁরা সৌজন্য বিনিময় করেন। এদিন সওয়াল-জবাবের সময় পার্থ ফের কান্নাকাটি শুরু করেন। নিজেকে মুক্ত করার জন্য ফের আবেদন জানান। এরপর আদালত থেকে বেরনোর সময় প্রচুর ভিড় দেখে পার্থবাবু কেঁদে উঠেন। বলেন, “মরে যাব আমি, আমাকে বেরতে দিন।”

Skip to content