অদিতি ও রাহুল।
সদ্যোজাতের বয়স মাত্র ২২ দিন! সন্তানকে দু’হাতে আগলে রাখা বাবার দেহ এই মুহূর্তে হাসপাতালের ঠান্ডাঘরে সংরক্ষিত রাখা আছে। পিতৃত্বের স্বাদ পাওয়ার মাত্র এক মাসের মধ্যেই সব শেষ হয়ে গেল। দশমীর রাতে শিয়ালদহ ফ্লাইওভারে আচমকা বাসের ধাক্কায় এক লহমায় বাবাকে হারাল তিন সপ্তাহের শিশুটি। বেপরোয়া বাসের ধাক্কায় ছিটকে পড়েন রাহুল প্রসাদ।
শিয়ালদহের বাস দুর্ঘটনায় মৃত অদিতির (১৮) দিদি নীলম গুপ্তর সঙ্গে ২০২১-এর ডিসেম্বরে বিয়ে হয় রাহুলের। রাহুল ও নীলমের পরিকল্পনা ছিল আগামী ডিসেম্বরে প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন ধুমধাম করে। যদিও তার আগেই নীলম সন্তানসম্ভবা হয়ে পড়েন। গত ১৪ সেপ্টেম্বর রাহুল এবং নীলমের পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সদ্যোজাত সন্তান জন্মের ২২ দিনের মাথায় বাবাকে হারাল। বিজয়া দশমীর গভীর রাতে মুহূর্তের মধ্যে একটি পরিবারটি শেষ হয়ে গেল।
শিয়ালদহের বাস দুর্ঘটনায় মৃত অদিতির (১৮) দিদি নীলম গুপ্তর সঙ্গে ২০২১-এর ডিসেম্বরে বিয়ে হয় রাহুলের। রাহুল ও নীলমের পরিকল্পনা ছিল আগামী ডিসেম্বরে প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন ধুমধাম করে। যদিও তার আগেই নীলম সন্তানসম্ভবা হয়ে পড়েন। গত ১৪ সেপ্টেম্বর রাহুল এবং নীলমের পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সদ্যোজাত সন্তান জন্মের ২২ দিনের মাথায় বাবাকে হারাল। বিজয়া দশমীর গভীর রাতে মুহূর্তের মধ্যে একটি পরিবারটি শেষ হয়ে গেল।
বুধবার বিজয়া দশমীর গভীর রাতে শ্যালক নীলেশ, শ্যালিকা অদিতি, অদিতিদের দুই মাসতুতো ভাই এবং নিজের এক তুতো বোনকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন পেশায় ব্যবসায়ী রাহুল প্রসাদ। আচমকা শিয়ালদহ উড়ালপুলের উপর দু’টি বাসের রেষারেষিতে শুরু হয়। কিছু বুঝে ওঠার আগে একটি বাস তীব্র গতিতে এসে রাহুলদের ধাক্কা মারে। শ্যালিকা অদিতি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ দ্রুত সবাইকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রাহুল এবং তাঁর তুতো বোন নন্দিনীর মৃত্যু হয়।
আরও পড়ুন:
শুধু ওজন নিয়ন্ত্রণই নয়, নিয়মিত ওটস মাখলে চটজলদি ত্বকের জেল্লাও বাড়ে
যোগা-প্রাণায়াম: প্রসাধনী নয়, স্রেফ যোগাভ্যাসে বাড়ান ত্বকের জেল্লা!
ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়াতেও ফুলতে পারে পা, জেনে নিন কী করণীয়
অমরনাথের পথে, পর্ব-১: প্রস্তুতিপর্বের শেষে রওনা দিলাম স্বপ্নের কাশ্মীরের উদ্দেশ্যে
এদিকে, নীলমকে এখনও রাহুলের মৃত্যুর সংবাদ দেওয়া হয়নি। সদ্য মা হওয়ায় তিনি এখনও শারীরিক ভাবে বেশ দুর্বল। তাই গতকাল রাতে নীলম পরিবারের সঙ্গে ঠাকুর দেখতেও বেরননি। এ প্রসঙ্গে রাহুল প্রসাদের পরিবার জানিয়েছে, এই মুহূর্তে নীলম ও সন্তানকে নিয়ে তাঁরা ভীষণ চিন্তিত। নীলম জানেন স্বামী রাহুল, ভাই, বোন ঠাকুর দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়ে। চিকিৎসা চলছে। সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।