মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪


সন্দীপ দত্ত।

সাহিত্যিক, গ্রন্থাগারিক তথা লিটল ম্যাগাজিন সংগ্রাহক সন্দীপ দত্ত মারা গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবিটিসে ভুগছিলেন। মাস দুয়েক আগে তাঁর পরিস্থিতির অবনতি হয়। সে সময় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সাহিত্যিককে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরেই তাঁর ডায়ালিসিস চলছিল। এমনকি, গ্যাংগ্রিন হওয়ায় তাঁর একটি পাও বাদ দিতে হয়।
সন্দীপ কলেজ স্ট্রিট এলাকায় মির্জাপুরের সিটি স্কুলে শিক্ষক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। যদি তাঁকে সবাই মনে রাখবে লিটল ম্যাগাজিন আন্দোলনের এক হিতাকাঙ্ক্ষী হিসাবে। সাধারণ গ্রন্থাগারের লিটল ম্যাগাজিনের প্রতি অবহেলা দেখে ‘কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার’ নামে নিজের বাড়িতেই সন্দীপ একটি গ্রন্থাগার তৈরি করেছিলেন।

সন্দীপের জিন্ম ১৯৫১ সালের ২৪ জুলাই। তিনি সেন্ট পলস স্কুল এবং স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর পরে বাংলা বিষয়ে স্নাতকোত্তর এবং বি এড করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

২০০০ সালে সন্দীপের লিটল ম্যাগাজিন ভাবনা, ভুবনেশ্বরী, স্ল্যাঙ্গুয়েজ, বিবাহ মঙ্গল প্রকাশিত হয়। ২০০৪ সালে ভাটা, ২০০৫ সালে বাংলা ভাষা বিতর্ক, ২০০৮-এ জন্মদিন, ২০০৯ -এ লিটল ম্যাগাজিন ভাবনা।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৫: নৌকো উল্টে সত্যেন্দ্রনাথের আইসিএস পড়তে যাওয়া বানচাল হতে বসেছিল

দশভুজা: এগারো রকমের ভারী গাড়ি চালানোর লাইসেন্স তাঁর ঝুলিতে, একাত্তরেও তিনি গেয়ে চলেছেন জীবনের জয়গান

এক দিন তিনি আলিপুরের জাতীয় গ্রন্থাগারে সন্দীপ দেখেন, বেশ কিছু ছোট পত্রিকা ধুলোর মধ্যে পড়ে আছে। তৎক্ষণাৎ তিনি লিটল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ম্যাগাজিন সংরক্ষণ করবেন। সেই পরিকল্পনা মতো, ১৯৭৮ সালের ২৩ জুন টেমার লেনে নিজের বাড়িতেই দুটি ঘরে শুরু হয় তাঁর স্বপ্নের সেই গ্রন্থাগার। গ্রন্থাগারের সদস্যপদ দেওয়া শুরু হয় ১৯৭৯ সাল থেকে। এখন প্রায় ১৫০ জন সক্রিয় সদস্য রয়েছেন।

হেলদি ডায়েট: রোজ টক দই খাচ্ছেন? খাওয়ার আগে কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন

উত্তম কথাচিত্র, পর্ব-২৭: আপন হতে আপন জন ‘রাইকমল’

সন্দীপ বাংলা সাহিত্য নিয়েও নীরবে কাজ করে গিয়েছেন। ১৯৭৬ সালের পর থেকে প্রায় প্রতি বছরই বইমেলায় লিটল ম্যাগাজিনের প্যাভেলিয়নে তাঁকে হাজির থাকতে দেখা গিয়েছে। তাঁর গ্রন্থাগারে প্রায় সব রকমের লিটল ম্যাগাজিনই স্থান পেয়েছিল। সন্দীপ দত্ত নিজেও অনেক গল্প, কবিতা ও প্রবন্ধ সংকলনের স্রষ্টা।

Skip to content