শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্য জুড়ে আরও দিন তিনেকে স্বস্তি। রবিবার থেকে তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন তাপমাত্রার পারদেরও তেমন একটা পরিবর্তন হবে না। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।
তবে তিন দিন পর ফের পারদ ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে, চড়বে তাপমাত্রা। হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবি থেকে মঙ্গলবার অবধি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

তবে হাওয়া দফতরের ধারণা, জেলার সব অংশে বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার এবং মঙ্গলবারই ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৮: সলিল চৌধুরীর সুরারোপিত গান খুব মনোযোগ দিয়ে শুনতেন পঞ্চম

মহাকাব্যের কথকতা, পর্ব-৭: ভারতের উত্তরাধিকার, কৌরব ও পাণ্ডবগণ

হাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতে বৃষ্টি হতে পারে। তবে বুধবার বেশির ভাগ জেলাই থাকবে শুষ্ক। হাওয়া অফিস মনে করছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার তেমন বদল হবে না। তবে তার পর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: ‘এগ পকেট’ পছন্দ? তা হলে বাড়িতেই বানান সহজ এই রেসিপি

উত্তম কথাচিত্র, পর্ব-৩২: কি ‘উপহার’ সাজিয়ে দেব

উত্তরবঙ্গে বুধবার অবধি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। রবিবার শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুরে। হাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবারও দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Skip to content