শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

চাঁদি গরমে জেরবার বাংলা। এর মাঝে অবশেষে সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে কলকাতায় বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। অসহনীয় গরমের মাঝে কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার এবং সোমবার কলকাতায় পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। হাওয়া দফতর জানিয়েছে, শহরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে কলকাতায় শনিবার তাপপ্রবাহের সম্ভাবনাও নেই।
আরও পড়ুন:

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: ডায়াবিটিস এবং উচ্চ রক্তচাপের কারণে কিডনির ক্ষতি হচ্ছে? কী ভাবে সমস্যা এড়াবেন

হাত বাড়ালেই বনৌষধি: রোজ খাওয়ার পরে পান খান? অনেক ওষুধ কেনার খরচ বেঁচে যেতে পারে

শুধু কলকাতা নয়, রবিবার থেকে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদেও বৃষ্টি হতে পারে। এদিকে, শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হওয়ার কথা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।

তবে হাওয়া দফতর আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা জারি করেছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃহস্পতিবারের জন্য।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-২৮: সপ্তপদী: মূল কাহিনিতে দুই ভিন্ন ধর্মাবলম্বী পুরুষ ও নারীর ভালোবাসার মধ্যে মিলন রাখেননি তারাশঙ্কর

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১০: রেমন্ড কোপা এক কিংবদন্তি ফুটবল বাদশা

দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টির আগে উত্তরবঙ্গের এই তিন জেলায় শুক্রবার অবধি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার জন্য হাওয়া অফিস লাল সতর্কতা জারি করেছে।

Skip to content