শনিবার ১৯ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী।

জোড়া অক্ষরেখার প্রভাব। আর এর জেরেই শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়বৃষ্টির জেরে গরমের হাত থেকে রেহাই মিলতে পারে। তবে সব জেলাতেই অল্পবিস্তর বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া দফতর। যদিও এখনই শক্তিশালী ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি সক্রিয় অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে গিয়েছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা চলে গিয়েছে ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডের উপর দিয়েও। এই দুই অক্ষরেখার প্রভাবের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে বাতাস অনুকূল থাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৫: মিত্রপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিলে সযত্নে তার সদ্ব্যবহার করতে হয়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৩: মা সারদার সঙ্গে সরলাদেবীর কাশীভ্রমণ

বুধবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। আবার রোদ উঠলেও তার তেজ ছিল কম। কলকাতার কোনও কোনও অংশে সামান্য বৃষ্টিও হয়েছে। সোমবার রাতের দিকে ঝড় উঠেছিল। যদিও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সে ভাবে হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার দু’একটি জায়গায়। দমকা হাওয়াও বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বুধবার বাকি জেলাগুলিরও কোনও কোনও অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দমকা হাওয়ার বেগবেগ কম থাকবে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৬: পরাগপাখি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১১: বিপদ যখন আসে

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কোথাও কোথাও ঝড় হতে পারে। সেক্ষেত্রে ওই দিন হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। বাকি জেলাগুলিতে ঝড় হতে পারে। সেই সব জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৬: সিলেটে দেখা মণিপুরী নাচ কবির নৃত্য ভাবনাকে উস্কে দিয়েছিল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৪: গ্রীষ্মকালে আলাস্কা সত্যিই অচেনা এক দেশ

শুক্রবারও ঝড়বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। এদিন হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে। বাকি জেলাগুলিতেও ঝড় হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। বুধবার এবং বৃহস্পতিবার কোথাও কোথাও ঝড়ে গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। শুক্রবার শুধু দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content