রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

অবশেষে অসহনীয় গরমে স্বস্তির বার্তা শোনাল হাওয়া দফতর। কলকাতায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুধু বৃষ্টি নয়, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।
শুক্রবার কলকাতার আকাশে ছিল চড়া রোদ। তীব্র দহনে শহরবাসী গলদঘর্ম। অবশেষে আলিপুর আবহাওয়া দফতর সন্ধ্যার পর সুখবর শুনিয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃহস্পতিবার বিকেলের কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলেও এই মুহূর্তে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!


Skip to content