রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

আমজনতার চিন্তার ভাঁজ আরও আরও বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বেড়েছে আরও ৫০ টাকা। কলকাতায় এখন একটি সিলিন্ডার কিনতে খরচ হবে ১১২৯ টাকা।
এর আগে শেষ বার গত বছরের ৬ জুলাই রান্নার গ্যাসের দাম বেড়েছিল। তবে শুধু বাড়ির রান্না নয়, দাম বেড়েছে হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও (১৯ কেজি)। মার্চ থেকে ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা করা হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চাশের পরেও তরতাজা থাকতে চান? মুশকিল আসান করতে পারে ভিটামিন সি

ভিতর বাহিরে অন্তরে অন্তরে, ডিপ্রেশনের বাংলা নিম্নচাপও নয়, সাধারণ মন খারাপও নয়—অবসাদ

অনেকে মনে করছেন, এমনিতেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলিকে মূল্যবৃদ্ধি উদ্বেগে রেখেছে। ওষুধের খরচ বেড়ে গিয়েছে। পেট্রল-ডিজেলের চড়া দামও বেশি হওয়ায় যাতায়াত খরচও আগের থেকে বেশি লাগছে। এর মধ্যে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৩: রবীন্দ্রনাথের পোশাকআশাক

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৮: যেখানে বাঘের ভয় সন্ধে ঠিক সেখানেই হয়, আমারও ঠিক তাই হল

অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের বাড়তি দামের বোঝাও শেষ পর্যন্ত হোটেল-রেস্তরাঁয় খেতে যাওয়া মানুষের পকেটেই কোপ বসাবে। এদিকে, অনেক দিন ধরে তেলের দাম এক জায়গায় স্থির আছে। তবে অনেকের আশঙ্কা, ভোটের মরসুম পেরোলে পেট্রল-ডিজেলের যে দাম বাড়বে না, তা জোর দিয়ে বলা সম্ভব নয়।

Skip to content