রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


মন্দিরের রথে

দেশজুড়ে যখন ধর্মীয় ভেদে উত্তপ্ত পরিবেশ তখনই আবারও সর্বধর্ম সমন্বয়ের নজির গড়লেন সাংসদ-তারকা নুসরত জাহান। শুক্রবার রথযাত্রায় বালিগঞ্জে ইস্কন মন্দিরের রথ টানতে দেখা গেল তাঁকে। আবারও এ দিন বার্তা দিলেন, তিনি ধর্মীয় ভেদাভেদ মানেন না। পেলব গেরুয়া রঙের সালোয়ার-কামিজে নিজেকে সাজিয়েছেন নায়িকা। রথ টানার পাশাপাশি ফুল ছড়াতেও দেখা গিয়েছে তাঁকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহান ও সোহম চক্রবর্তী

বরাবর হিন্দু ধর্মের যাবতীয় অনুষ্ঠানে সক্রিয় নুসরত। অভিনেতা যশ দাশগুপ্তের ঘরণী অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজানো, দশমীর সিঁদুর খেলা এবং রথযাত্রায় রথ চালানো, সবেতেই অংশ নিয়েছেন। হিন্দুদের সমস্ত অনুষ্ঠান তাই আগের মতোই পালন করছেন তিনি। নুসরতের সঙ্গে রথ টানতে দেখা গিয়েছে শাসকদলের বিধায়ক-অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তীকেও। সোহমের পরনে সাদা পাজামা-পাঞ্জাবি। তিনি গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করেছেন দেবতার চলার পথ। জগন্নাথদেবের রথযাত্রায় নামসংকীর্তনে যোগ দিয়েছিলেন সাধকেরা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রথ টানতে দেখা গিয়েছে তাঁকে।

Skip to content