
ছবি: প্রতীকী।
দক্ষিণবঙ্গে চৈত্রেই অস্বস্তিকর গরম। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দিয়েছে, এখনই গরম কমবে না। যদিও তাপমাত্রাও বাড়বে না। বরং চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে। যদিও এর পরও গরমের জেরে অস্বস্তি খুবটা কমবে নেই। উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা বৃষ্টি হবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
এখনও সপ্তাহ দুয়েক বাকি বৈশাখ মাস পড়তে। এখনই দক্ষিণবঙ্গ জুড়ে কাঠফাটা রোদ এবং অস্বস্তিকর গরম। বাংলার পশ্চিমাংশের জেলাগুলিতে আরও অস্বস্তি বেশি। সপ্তাহান্তে তাপপ্রবাহ হয়েছে। ভালো খবর হল, আলিপুর আবহাওয়া দফতর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৩: সাত-সহেলি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’
বুধবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পাশাপাশি বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস আছে। শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৯: আকাশ এখনও মেঘলা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫১: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার মালদহে বৃষ্টি হতে পারে। আগামী উত্তরবঙ্গের আট জেলাতেই সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।