বৃহস্পতিবার ৮ মে, ২০২৫


ছবি: প্রতীকী।

নতুন বছর শুরুর আগে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে রাজ্য জুড়ে প্রায় প্রতি দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। ব্তৃষ্টি হতে পারে কলকাতাও। সোমবার, চৈত্র সংক্রান্তিতে কল্কায়াত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। যদিও আপাতত তাপমাত্রা খুব একটা কমবে না।
কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। সব জেলাতেই কমলা সতর্কতা জারি রয়েছে। শুক্রবারও ঝড়বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৩: মা সারদার সঙ্গে সরলাদেবীর কাশীভ্রমণ

সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত অন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। শুধু বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বলে বলছে হাওয়া দফতরের রিপোর্ট।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৬: পরাগপাখি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১১: বিপদ যখন আসে

সোমাবর উত্তরের আট জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্যেও একই পূর্বাভাস রয়েছে। শুধু এই দিনগুলিতে ঝড়ের বেগ কিছুটা কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৬: সিলেটে দেখা মণিপুরী নাচ কবির নৃত্য ভাবনাকে উস্কে দিয়েছিল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৪: গ্রীষ্মকালে আলাস্কা সত্যিই অচেনা এক দেশ

মূলত বিহার এবং বাংলাদেশের উপরে থাকা উচ্চচাপ বলয়ের কারণেই বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর ফলে আগামী পাঁচ দিনে তাপমাত্রার তেমন বদল হবে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৫.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা প্রায় স্বাভাবিক।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content