মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

সম্প্রতি সময়ে মেট্রো না চলাচলা না করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। তারই মধ্যে বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, আগামী প্রায় এক মাস শনি এবং রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত সকালের দিকে কোনও মেট্রো চলবে না ৩ ঘণ্টা ১০ মিনিট। মূলত রক্ষণাবেক্ষণের জন্যই এই সময় পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ মে, শনিবার থেকে ১১ জুন, রবিবার একটি নির্দিষ্ট সময়ে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত মেট্রো চলবে না। লাইনে রক্ষণাবেক্ষণ এবং ‘মেগা পাওয়ার ব্লকে’র কারণে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আগামী ৬ মে থেকে ১১ জুন পর্যন্ত শনি এবং রবিবার নির্দিষ্ট সময়ের জন্য মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
আরও পড়ুন:

ডিএ আন্দোলনকারীরা অভিষেকের পাড়ায় মিছিল করতে পারবেন! অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার

অনেক ওষুধ কেনার খরচ বেঁচে যেতে পারে এই ম্যাজিক পাতার ব্যবহার জানলে

৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন মোট ৫টি শনিবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এই দিনগুলিতে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো আগের মতো চলবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আবার স্বাভাবিক ভাবে পরিষেবা চালু হবে সকাল ১০টার পর থেকে। মেট্রো রেল এও জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে পরিষেবা চালু হবে আগামী ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে সকাল ১০টা থেকে।
আরও পড়ুন:

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর কথায়, ‘‘মেট্রো পরিষেবা কেবল শনি এবং রবিবারই নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের অন্য দিনগুলিতে মেট্রো চলবে স্বাভাবিক নিয়মেই।’’

সম্প্রতি একাধিক মাধ্যমে খবর ছড়িয়েছিল, কবি সুভাষ থেকে টালিগঞ্জ অবধি মেট্রোর স্তম্ভ বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। যদিও কলকাতা মেট্রো জানিয়ে দিইয়েছে, কবি সুভাষ থেকে টালিগঞ্জের মধ্যে মেট্রোর সব স্তম্ভই সুরক্ষিত আছে। স্তম্ভ বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছিল তা খবর ভুয়ো।

Skip to content