মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

আনন্দপুরের চৌবাগা এলাকার একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। বৃহস্পতিবার দুপুর নাগাদ নোনাডাঙা হেলথ সেন্টারের সামনে ঘটনাটি ঘটেছে। এখনও পরিষ্কার নয়, কী ভাবে আগুন লাগেছে। তবে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকল সূত্রে খবর, আগুন নেভানোর কাজ শেষ হলে কী ভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হবে।
প্লাস্টিকের গুদামটিতে বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ মজুদ থাকায় গোটা গুদামে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আরও ২টি কারখানাতেও। গুদামের কালো ধোঁয়ার কুণ্ডলী বহু দূর পর্যন্ত দেখা যায়। খবর পেয়ে পৌঁছয় দমকল বাহিনী। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের পাঁচটি ইঞ্জিন।
আরও পড়ুন:

ওআরএসের উদ্ভাবক প্রয়াত দিলীপ মহলানবিশকে পদ্মসম্মান, তালিকায় আরও কৃতী বাঙালি

সরস্বতী পুজোয় তাপমাত্রার পারদপতন? কী বলল আলিপুর হাওয়া দফতর

দমকল সূত্রে জানা গিয়েছে, ওই প্লাস্টিকের গুদামের ভিতরে কেউ আটকে নেই। তবে কী ভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল? ঠিক মতো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না? এ সব প্রশ্নের উত্তর দেয়নি দমকল। তাদের বক্তব্য, আগুন নেভানোর কাজ শেষ হলে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। লোকালয়ের মধ্যে ওই প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Skip to content