মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


অবশেষে গ্রেফতার বাগুইআটি জোড়া খুন-কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরি। দুই পড়ুয়াকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, সত্যেন্দ্র ট্রেন করে অন্য রাজ্যে পালানোর চেষ্টা করছিল। পুলিশ গোপন সূত্রে এই খবর পায়। এর পর বিধাননগর পুলিশের একটি দল সাদা পোশাকে পৌঁছয় হাওড়া স্টেশনে। সেখান সত্যেন্দ্র দেখতে পেয়েই পুলিশ তাঁকে গ্রেফতার করে। এর পর তাঁকে বিধাননগর কমিশনারেটে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:

আজকের আলোচনা মাধ্যমিক ইংরেজি পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে — PHRASAL VERB

শিশুকে সর্বদা সুস্থ রাখতে এগুলি মেনে চলেন?

পুলিশ বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র ছিলেন অতনু দে এবং অভিষেক নস্করকে খুনের ঘটনায় সত্যেন্দ্রর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল। বুধবার তদন্তভার নেওয়ার পর সিআইডি বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি জোড়া খুন-কাণ্ডের মাস্টারমাইন্ড সত্যেন্দ্র একাধিক বার সিম কার্ড বদলানোয় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে, যেখানে বসে সত্যেন্দ্র খুনের পরিকল্পনা করে সেখানেও তল্লাশি চালানো হয়। খুনের সময় যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেটিও পরীক্ষা করে তদন্তকারী দল। আর এর প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই অতনু এবং অভিষেক খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে গ্রেফতার করা হল।

Skip to content