
ছবি: প্রতীকী।
সকাল থেকেই মেঘলা আকাশ। এদিকে আবার বাংলা জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে। কোনও কোনও এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বরিষটি হবে। কলকাতাও হালকা বৃষ্টি হতে পার। বুধবার কলকাতার কোথাও কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৫: মিত্রপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিলে সযত্নে তার সদ্ব্যবহার করতে হয়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৩: মা সারদার সঙ্গে সরলাদেবীর কাশীভ্রমণ
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ পারদ ছিল ৩৪.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এই সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৬: পরাগপাখি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১১: বিপদ যখন আসে
দক্ষিণের সব জেলাতেই বুধবার, বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে কমলা সতর্কতা রয়েছে। শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবারও কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৬: সিলেটে দেখা মণিপুরী নাচ কবির নৃত্য ভাবনাকে উস্কে দিয়েছিল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৪: গ্রীষ্মকালে আলাস্কা সত্যিই অচেনা এক দেশ
এদিকে, বুধবার উত্তরবঙ্গের কয়েক্তি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহ। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।