শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এর প্রভাবে কলকাতায় হাজির শীত! আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার পর থেকে আরও পারদপতন হবে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকতে পারে। এই তাপমাত্রা স্বাভাবিক তুলনায় এক ডিগ্রি কম। আর বুধবার শহরের সর্বোচ্চ ২৯ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। তাই উত্তরের হিমেল হাওয়া ঠিক মতো ঢুকতে পারছিল না। কিন্তু নিম্নচাপ সরে যাওয়ায় আকাশ আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে। এখন ধীরে ধীরে তাপমাত্রা কলকাতায় তাপমাত্রা কমবে। তবে বর্ষণের কোনও সম্ভাবনা নেই। সপ্তাহশেষে আরও পারদপতন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন:

‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৭: রঙের খেলা আর উইসকনসিনের আঁকাবাঁকা ফাঁকা রাস্তা—জীবনীশক্তিকে আরও উসকে দেয়

হাওয়া দফতর এও জানিয়েছে, কলকাতা এবং পাশ্বর্বর্তী এলাকায় আগামী ৪-৫ দিনের মধ্যে তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে। তাপমাত্রা স্বাভাবিক থেকে আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে ১৪ ডিগ্রির ঘরেও পৌঁছতে পারে, এমনটাও জানিয়েছে হাওয়া দফতর।

Skip to content