![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/winter-3.jpg)
ছবি প্রতীকী
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়ল। বড়দিনের একদিন আগে শনিবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ ঝলমলে থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পারদ আগামী ২৪ ঘণ্টায় আরও ঊর্ধ্বমুখী হবে। সঙ্গে কুয়াশাও বাড়বে। এখানেই শেষ নয়, আগামী কয়েক দিনে দু’ডিগ্রি থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ফলে স্বাভাবিক ভাবে বড়দিন থেকে নতুন বছরের মধ্যে বাংলা জুড়ে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গের তাপমাত্রাতেও এদিকদিক হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/christmas-cake.jpg)
বড়দিনের ডিম ছাড়া স্পেশাল ফ্রুট কেক এ বার বাড়িতেই! কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/12/stress-anxiety.jpg)
মানসিক চাপ বা উদ্বেগ নিয়ন্ত্রণে ভরসা রাখুন এই ৫ প্রাকৃতিক উপায়ে
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর প্রভাবে বাংলায় উত্তুরে হাওয়া ঠিক মতো ঢুকতে পারেছে না। ঘূর্ণাবর্তের জন্য হাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে যাচ্ছে। এর ফলে পারদও ঊর্ধ্বমুখী হবে।