বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। মৌসম ভবন সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায়।
বাংলাতেও এর প্রভাব পড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আরও পড়ুন:

শীত মানেই লেদার জ্যাকেট পরা শুরু! এ ভাবে যত্ন নিচ্ছেন তো?

হেলদি ডায়েট: বাড়ছে ডেঙ্গুর প্রকোপ! রোগ প্রতিরোধে কেমন হবে ডায়েট? খাদ্যতালিকায় কী রাখলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন?

এদিকে, নিম্নচাপের জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। সে-কারণে বাংলায় আসা উত্তুরে হাওয়ার গতিও কমতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। ফলে আগামী কিছু দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। তবে নিম্নচাপ কেটে গেলে পারদ পতন হবে, শীত আবার দক্ষিণবঙ্গে ফিরে আসবে বলে পূর্বাভাস হাওয়া দফতরের।

Skip to content