মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

তাপপ্রবাহের জেরে বিপর্যস্ত রাজ্যবাসী। শুকনো জ্বালা ধরানো হাওয়া এবং সূয্যিমামার প্রখর তাপে পুড়ছে কলকাতা-সহ সারা বাংলা। এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকেরা।
হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার ছিল। সোমবার শহরের সর্বোচ্চ পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন পারদ থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অর্থাৎ স্বাভাবিক তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১: রাজার ছেলেদের রাজনীতি-কূটনীতি শেখানোর জন্যই লেখা হয়েছিল এই গ্রন্থ

শাকুন্তলম্: প্রেমের পরবশ থেকে মাতৃত্বের উত্তরণ

তাপের শিকার উত্তরবঙ্গেও। অনবরত বয়ে চলেছে গরম বাতাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তাপপ্রবাহের এই পরিস্থিতি আগামী ৪ থেকে ৫ দিন বজায় থাকবে। বিশেষত কলকাতা, হাওড়া,উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে আগামী ৫ দিনে তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Skip to content