সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতায় বাড়ছে গাড়ি এবং মোটরবাইক পার্কিংয়ের খরচ। প্রায় দুই থেকে তিন গুণ পর্যন্ত পার্কিংয়ের খরচ বাড়তে চলেছে। এমনটাই জানা গিয়েছে কলকাতা পুরসভা ও পুলিশ সূত্রে। সম্প্রতি বিষয়টি নিয়ে পুর আধিকারিকদের সঙ্গে পুলিশের বৈঠকও হয়েছে।
জানা গিয়েছে, ওই বৈঠকে ঠিক হয়েছে, আগে চার চাকার পার্কিংয়ের জন্য সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ১০টা করে লাগত। আর ৩০ টাকা করে দিতে হতো রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত। নতুন নিয়ম কার্যকর হলে প্রথম দু’ঘণ্টার জন্য প্রতি ঘণ্টায় ২০ টাকা করে দিতে হতে পারে। আর ৪০ টাকা করে দিতে হতে পারে তৃতীয় থেকে পঞ্চম ঘণ্টার জন্য। এর পর প্রতি ঘণ্টায় ১০০ টাকা করে লাগবে!
আরও পড়ুন:

যাত্রী সুরক্ষায় আরও নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগী রেল, ধাপে ধাপে সব ট্রেনে বসবে উচ্চ প্রযুক্তির ক্যামেরা

ব্রণ কমাতে সক্ষম গর্ভনিরোধক ওষুধ? কী বলছে গবেষণা

পার্কিং খরচ বাড়ছে মোটরবাইক এবং স্কুটারের ক্ষেত্রেও। সূত্রের খবর, এখন ঘণ্টা প্রতি পাঁচ টাকা করে দিলে যত ক্ষণ খুশি মোটরবাইক এবং স্কুটার পার্কিংয়ে রাখা যায়। এক্ষেত্রে নতুন কার্যকর হলে তবে, প্রথম দু’ঘণ্টার জন্য প্রতি ঘণ্টায় ১০ টাকা করে চার্জ নেওয়া হতে পারে। ২০ টাকা করে দিতে হতে পারে তৃতীয় থেকে পঞ্চম ঘণ্টা পর্যন্ত। আর তার পরের প্রতি ঘণ্টার জন্য ৫০ টাকা করে দিতে হতে পারে।
আরও পড়ুন:

অমরনাথের পথে, পর্ব-৬: এবার বালতাল হয়ে ফেরার পালা

উত্তম কথাচিত্র, পর্ব-১২: সে এক ‘বউঠাকুরাণীর হাট’ [১০/০৭/১৯৫৩]

উল্লেখ্য, পুরসভা সূত্রের জানা গিয়েছে, কলকাতায় গাড়ি পার্কিংয়ের জন্য নথিভুক্ত জায়গার সংখ্যা ৪৫০টি। দরপত্র ডেকে সাধারণত সমবায় সংস্থাগুলিকেই পার্কিং ব্যবসা লাইসেন্স দেওয়া হয়। এর জন্য সমবায় সংস্থাগুলি প্রতি মাসে পুরসভাকে টাকা দেয়। জানা গিয়েছে, পার্কিং বাবদ পুরসভার বছরে প্রায় ২৫ কোটি টাকা আয় করে।

Skip to content