রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

শুক্রবার আপ এবং ডাউন লাইনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর পরিষেবায় এই ঘাটতিতে কাজের দিনে নিত্যযাত্রীরা বেশ সমস্যায় পড়তে পারেন।
শুক্রবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তাই এদিন সরকারি কর্মচারীদের ভিড় থাকবে না থাকলেও বেসরকারি সংস্থার কর্মীদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বুধবার মেট্রো একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, শুক্রবার বুদ্ধ পূর্ণিমার দিন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের লাইনে অর্থাৎ ‘ব্লু লাইন’-এ স্বাভাবিকের চেয়ে ৫৪টি মেট্রো রেল কম চলাচল করবে। এমনি সাধারণ কাজের দিনে ‘ব্লু লাইন’-এ আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৮৮টি মেট্রো চলে। তবে কলকাতা মেট্রোর বিবৃতি অনুযায়ী শুক্রবার আপে ১১৭ এবং ডাউনে ১১৭টি (মোট ২৩৪টি) ট্রেন চলবে।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১৮: ‘দক্ষিণেশ্বরে রাতে কে বাঁশি বাজাতো শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠতো’

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১৮: গৃহ-সহায়িকার পাঁচালি এবং আমাদের ভদ্র সমাজ

তবে দু’দিক থেকেই প্রথম এবং শেষ মেট্রোর সময় একই রাখা হয়েছে। সকালে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে। সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে।
আরও পড়ুন:

নুডলসে চাই নতুনত্ব! নিমেষে বাড়িতেই তৈরি করে ফেলুন চিলি গার্লিক নুডলস

প্রতিদিন আপেল খাচ্ছেন? এতে নিজের অজান্তে বিপদ ডেকে আনছেন না তো?

রাতে ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং রাত সাড়ে ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে। আবার রাত ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে।

Skip to content