শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

সামনেই বড়দিন। এমন দিনে ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার, ২৫ ডিসেম্বর আপ এবং ডাউন মিলিয়ে মোট ২০৪টি মেট্রো চলবে। মঙ্গলবার এমটাই জানিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।
বিশেষ কোনও উৎসব অনুষ্ঠান না থাকলে রবিবার সাধারণত ১৩০টি মেট্রো চালানো হয়। কিন্তু বড়দিনে শহরে যেহেতু অনেক লোক সমাগম হবে তাই অতরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন অর্থাৎ রবিবার প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৫০ মিনিটে। আর রাত ১০টা ৫০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো রেল। বড়দিন উপলক্ষে দুপুর ১টা ২০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিটের মধ্যে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

বলিউডে একের পর এক ছবি হাতছাড়া সামান্থা প্রভুর, একেবারে মাঝপথে ছাড়তে হয় এই ছবিও

ছোটদের যত্নে: কোন সময় গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব? নব দম্পতির মা হওয়ার আগের প্রস্তুতির পরামর্শে ডাক্তারবাবু

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোর সময়ও পরিবর্তন করা হয়েছে। রবিবার সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা ৫০ মিনিটে মেট্রো ছাড়বে। ওই একই সময়ে দমদম থেকেও প্রথম মেট্রো চলবে। আবার সকাল ৭টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৮টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো।

উত্তম কথাচিত্র, পর্ব-১৬: সংসার সুখের হয় ‘চাঁপাডাঙার বৌ’-র গুণে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৪: কবির দরজা সাধারণজনের জন্য সারাক্ষণই খোলা থাকত

রাত ১০টা ৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে। আবার রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রেল ছাড়বে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রোর সময়ও বদল হয়েছে। রবিবার শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোও ওই একই সময়ে ছাড়বে।

Skip to content