রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

আর কিছু দিনের অপেক্ষা। শীঘ্রই নতুন পথে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) স্টেশন পর্যন্ত মেট্রো ছুটবে। মেট্রো রেল কর্তৃপক্ষ শনিবার এই রুটের ভাড়ার তালিকাও প্রকাশ করেছে।
মেট্রো কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) স্টেশনের মধ্যে সত্যজিৎ রায় (বাঘাযতীন) এবং কবি সুকান্ত (কালিকাপুর) এই ২টি স্টেশনে দাঁড়াবে। কবি সুভাষ থেকে সত্যজিৎ রায় (বাঘাযতীন) পর্যন্ত ভাড়া লাগবে ৫ টাকা। ১০ টাকা ভাড়া কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে কবি সুকান্ত (কালিকাপুর) পর্যন্ত। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়, অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি ভাড়া লাগবে ২০ টাকা। এই মেট্রোপথে সর্বোচ্চ ভাড়া ২০ টাকা, আর সর্বনিম্ন ৫ টাকা।
আরও পড়ুন:

গাড়ি রাখলে প্রতি ঘণ্টায় গুনতে হবে বাড়তি টাকা, কলকাতায় শনিবার থেকেই বৃদ্ধি পার্কিং ফি, কোন গাড়িতে কত?

সরাচিত্র-কাগজের মণ্ডচিত্রে অনন্য মণ্ডনকলা প্রদর্শনী

এদিকে, দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া (ব্লু লাইন) মেট্রোপথের যাত্রীরা তাড়াতাড়ি রুবি মোড়ে পৌঁছতে পারবেন। মেট্রো রেল কর্তৃপক্ষ এর জন্য বিশেষ টিকিটের ব্যবস্থাও করেছেন। দক্ষিণেশ্বর বা দমদম স্টেশন থেকে রুবি পর্যন্ত পৌঁছতে খরচ হবে ৪৫ টাকা। একেই ভাবে মেট্রোয় ৪০ টাকা ভাড়া লাগবে চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, কালীঘাট স্টেশন থেকে রুবি যেতে। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে যেতে গুনতে হবে ৩৫ টাকা।

জন্মনিরোধক থেকে প্যারাসিটামল—শনিবার থেকে একাধিক ওষুধের দাম বাড়ছে, তালিকায় আর কী কী আছে?

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১১: ফুটবলের ব্ল্যাক প্যান্থার: লেভ ইয়াসিন

তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোপথে পরিষেবা চালু হতে পারে আগামী অক্টোবর মাসেই। সে রকমই প্রস্তুতি নিচ্ছে রেল। রুবি-সেক্টর ফাইভ মেট্রোও তাড়াতাড়ি শুরু হবে।

ছবির নাম

ছবির নাম


Skip to content