ছবি প্রতীকী
নতুন বছরে মালুম দিচ্ছে শীতের শিরশিরানি। বছরের শুরুতেই পারদ পতন হতে দেখা দিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় সর্বনিম্ন পারদ ১ ডিগ্রি কম। যদিও তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সকালের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়লে তা কেটেও যাবে। আকাশ ঝলমলে থাকবে। আগামী ৩ দিন তাপমাত্রা এ রকমই থাকবে। আস্তে আস্তে পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের ধারণা, সপ্তাহান্তে পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নেমে যেতে পারে।
আরও পড়ুন:
প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, ভুগছিলেন ব্রঙ্কোনিউমোনিয়ায়
কোভিড রুখতে ভারতে ছয় দেশ ছুঁয়ে আসা যাত্রীদের জন্যও কড়া বিধি চালু করল কেন্দ্রীয় সরকার
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও তাপমাত্রাও দিন কয়েকের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। উত্তরবঙ্গে একাধিক এলাকায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকবে। অল্প বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে।