শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতায় আরও তাপমাত্রার পারদ পতন। অল্প বিস্তর নয়, শহরের তাপমাত্রা এক ধাক্কায় নামল প্রায় দু’ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বৃহস্পতিবার ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে দাঁড়িয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ শুক্রবারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম! আর সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২১.৯ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস শুক্রবার এই মরসুমের শীতলতম দিন বলে জানিয়েছে। সেই সঙ্গে হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গের আকাশ কুয়াশায় চাদরে ঢাকা থাকবে বেলা পর্যন্ত। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে, পর্ব-৪৭: স্বামীজির ছবি প্রীতিলতার শাড়ির সঙ্গে ‘ব্যাজ’ হিসাবে আঁটা থাকত

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১: অমৃতের সন্ধানে…

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এই শীতের শিরশিরানি আরও বেশ কয়েক দিন উপভোগ করা যাবে। হাওয়া অফিস এও জানিয়েছে, এখনই বাড়ছে না বাংলার তাপমাত্রার পারদ। আগামী আরও কিছু দিন তাপামাত্রা নীচের দিকেই থাকবে। তাই বাংলা জুড়ে জাঁমিয়ে শীত উপভোগ করতে পারবেন মানুষ।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১: নারী কি আলাদা? তাঁরা পুরুষদের সঙ্গে বসতে ভয় পান? তাহলে কি এত আয়োজন শুধু তাঁদের ভয় দেখাতে…

রেকর্ড পারদপতন কলকাতায় হয়নি, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হয়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে শীতে জবুথবু অবস্থা মানুষের। বৃহস্পতিবার বর্ধমানের তাপমাত্রার পারদ ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। শুক্রবার বর্ধমানের তাপমাত্রার পারদ আরও কমেছে। সকালে বিভিন্ন জায়গায় মানুষকে আগুন পোহাতে দেখা যাচ্ছে।
কড়া শীত পড়েছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে। ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে দার্জিলিঙে তাপমাত্রার পারদ। কালিম্পঙের তাপমাত্রা ৭ ডিগ্রি।

Skip to content