সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

উড়ালপুলের মেরামতির জন্য রবিবার সারা দিন হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী সমস্ত ট্রেন বন্ধ থাকবে। রবিবার বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখাতেও সম্পূর্ণ ভাবে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। শনিবার পূর্ব রেল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন।
যদিও কিছু স্পেশাল ট্রেন চালানো হবে হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায়। রেল জানিয়ে দিয়েছে, রবিবারের জন্য মেন শাখায় ১৩ জোড়া ট্রেন চলবে হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত। কর্ড শাখায় ১০ জোড়া ট্রেন চলবে হাওড়া-মসাগ্রাম রুটে।
আরও পড়ুন:

নিয়মিত রোজ তিন বেলা এক গ্লাস করে গরম জল খাচ্ছেন? এর ফলে শরীরে কী হচ্ছে জানেন?

প্রতিদিন প্রাতরাশে একটি করে কলা খান? এতে শরীরের উপকার হচ্ছে কি?

তবে শুধু রবিবার নয়, সোম থেকে বুধবার পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান (কর্ড এবং মেন দুইই), ব্যান্ডেল-বর্ধমান, বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখায়। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমান রুটের সব লোকাল ট্রেনই বাতিল থাকবে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: শীতে পছন্দের তালিকায় রয়েছে লাড্ডু? মিষ্টিমুখ হয়ে যাক গাজরের লাড্ডু দিয়েই

হেলদি ডায়েট: গাল জুড়ে এক রাশ ব্রণ? সমাধান লুকিয়ে আছে এ সবের মধ্যে, কী ভাবে কাজে লাগাবেন ঘরোয়া টোটকা?

রেল জানিয়ে দিয়েছে, সোমবার শাখায় ৬ জোড়া ট্রেন বাতিল থাকবে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে। মেন শাখায় বাতিল থাকবে ৫ জোড়া লোকাল ট্রেন। দুই শাখায় কোনও স্পেশাল ট্রেনও চলবে না। মঙ্গল ও বুধবার ১০ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড শাখায়। সেই সঙ্গে ১০ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে মেন শাখায়ও।

যদিও মঙ্গল ও বুধবার ১০ জোড়া ট্রেন চলবে মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত এবং ১০ জোড়া লোকাল ট্রেন চলবে কর্ড শাখায় হাওড়া-মসাগ্রাম রুটে।

Skip to content