মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: সংগৃহীত।

প্রায় আড়াইশো বছর ধরে মাটিতে অযত্নে পড়ে ছিল। ১৫ দিন ধরে চেষ্টার চালিয়ে অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমানার কামানকে খুঁড়ে বার করা হয়েছে। সৌজন্যে দমদম পুরসভা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং সিইএসসি। বুধবার দমদম সেন্ট্রাল জেলের কাছে যশোর রোডের মোড়ে কামানটিকে তোলা হয়। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ‘অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল’ বিপ্লব রায় ঘটনাস্থল উপস্থিত ছিলেন।
বিপ্লবের কথায়, কামানটির লম্বায় ১০ ফুট ৮ ইঞ্চি। এটি কমবেশি ১ ফুট মাটির উপরে ছিল। কামান বিশেষজ্ঞ অমিতাভ কানুন এবং স্থানীয়দের সহযোগিতায় কামানটি উদ্ধার করা হয়েছে। তিনি এও বলেন, ‘‘এটি ব্রিটিশদের তৈরি। ১৭৬৩ সালে কামানটির নকশা করা হয়েছিল। মনে করা হচ্ছে ১৭৭০ সালে এটি তৈরি করা হয়।’’ কামানটির ওজন ৬ টন (৬ হাজার কিলোগ্রাম)। এই কামান ১,২০০ থেকে ১,৫০০ গজ দূরে ১৮ কিলোগ্রাম ওজনের গোলা ছুড়তে সক্ষম ছিল।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: ডায়াবিটিসে ভুগছেন? সুস্থ থাকতে কী কী ফল খাবেন, আর কোনগুলি এড়িয়ে চলবেন?

আমাদের চোখের জল কেন নোনতা হয়? এর কারণ কী

যেখানে কামানটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে দমদমের ঐতিহাসিক ক্লাইভ হাউসের দূরত্ব প্রায় এক কিলোমিটার। এ বিষয়ে বিশেষজ্ঞদের ধারণা, ওই কামানটি যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। পরবর্তী কালে দমদম সেন্ট্রাল জেলে ঢোকার প্রবেশ দ্বারে কামানটি রাখা ছিল। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, কামানের মুখ মাটির বাইরে থাকায় অনেকেই তার মধ্যে জঞ্জাল ফেলতেন। মাটির নিচে কামানটির চতুর্দিকে কেবলে‌র তার ছিল। এ কারণে খুব সাবধানে খোঁড়াখুঁড়ি করতে হয়েছে।
আরও পড়ুন:

বিকৃত ছবির নমুনা পাঠান হল স্বস্তিকাকে, হুমকি ‘এর থেকেও অশ্লীল ছবি তৈরি করতে পারি’!

বদলে গেল টুইটারের লোগো,পাখির জায়গায় এ বার কুকুর! কেন পরিবর্তন, নিজেই জানালেন মাস্ক

বুধবার মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘‘এই সম্পত্তি আদালতে। তাই আদালত যেমন বলবে সেই মতো আলিপুরে বা অন্যত্র সংরক্ষণের ব্যবস্থা করা হবে।’’ বিপ্লব জানিয়েছেন, আপাতত কামানটিকে কলকাতা হাই কোর্টের ‘জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার’-এ রাখা হতে পারে। তিনি এও বলেন, ‘‘এটা কলকাতার ঐতিহ্য। বাংলার মুকুটে একটা পালক লাগল। এই প্রথম বার এমন একটি হেরিটেজ আমরা মাটি খুঁড়ে উদ্ধার করলাম। শহরে এ রকম আরও কামান রয়েছে। চেষ্টা করা হচ্ছে সেগুলিকেও উদ্ধার করার।’’

Skip to content