সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

গরমে জেরবার কলকাতা-সহ গোটা রাজ্য। একটানা কয়েক দিন ধরে চলছে তাপপ্রবাহ। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এখনই এই প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি মিলবে? অবশেষে আশার বার্তা শিনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরমের দাপট চলতি সপ্তাহে কমতে পারে বলে বলে হাওয়া দফতরের পূর্বাভাস।
আজ সোমবার হাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ এপ্রিল, অর্থাৎ শনিবার থেকে ক্রমশ তাপমাত্রার পারদ কমবে। আগামী ২১ এপ্রিল, অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। পারদ পতন হয়ে ৪০ ডিগ্রির নীচে নামবে। আপাতত দক্ষিণবঙ্গে ২১ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৯: প্লেগে কন্যার মৃত্যু, সেই শোক অবনীন্দ্রনাথের ছবিতে পায় ভিন্নতর মাত্রা

একই ননস্টিক পাত্রে দীর্ঘদিন রান্না করছেন? কী ভাবে বুঝবেন তা পরিবর্তনের সময় এসেছে না কি

উত্তরবঙ্গে সোম এবং মঙ্গলবার দুই দিনাজপুর, মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিনগুলিতে উত্তরবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস নেই। গত কয়েক দিন গরমে নাকাল বঙ্গবাসী। হা-পিত্যেশ করে বৃষ্টির জন্য বসে রয়েছেন সবাই। এই পরিস্থিতিতে স্বস্তির খবর হওয়া দফতর। আগামী শুক্র এবং শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের ৫ জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩২: কি ‘উপহার’ সাজিয়ে দেব

তাপমাত্রা ৪০ ডিগ্রি! এসি ছাড়া গতি নেই! সারা রাত এসি চালিয়েও কী করে বিল কম আসবে?

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার থাকতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। রবিবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ৩৯.৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এমন সময় আশার বাণী শোনাল আলিপুর হাওয়া দফতর।

Skip to content