রবিবার ১৮ মে, ২০২৫


ছবি: প্রতীকী।

দুসংবাদ। হাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে এপ্রিল-জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি দিন তাপপ্রবাহ চলতে পারে! তুলনামূলক ভাবে গরমের অস্বস্তিও বেশি থাকতে পারে। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, আগামী তিন মাস দেশের বেশির ভাগ রাজ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে!
এপ্রিল, মে এবং জুন এই তিন মাস বাংলা-সহ ১৬ রাজ্যে বেশি দিন তাপপ্রবাহ চলতে পারে। হাওয়া দফতরের প্রকাশ করা তালিকায় বাংলা ছাড়াও আছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র। সেই সঙ্গে তামিলনাড়ু এবং কর্নাটকের কিছু এলাকায়ও তাপপ্রবাহ বেশি দিন ধরে চলতে পারে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৩: সাত-সহেলি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’

সাধারণত দেখা গিয়েছে, দেশে এপ্রিল-জুন মাসে গড়ে ৪-৭ দিন তাপপ্রবাহ চলে। মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি দিন তাপপ্রবাহ থাকতে পারে। অতরিক্ত ২-৪ দিন বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৯: আকাশ এখনও মেঘলা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫১: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

মৌসম ভবন জানিয়েছে, উত্তরপ্রদেশের পূর্বাংশে, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং ওড়িশা-সহ কিছু রাজ্যে তাপপ্রবাহ ১০-১১ দিন চলতে পারে। এপ্রিল, মে এবং জুন এই তিন মাস দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে পশ্চিম ও পূর্ব ভারতের কিছু অঞ্চলে তাপমাত্রার পারদ তুলনায় স্বাভাবিক থাকতে পারে বলে মৌসম ভবন জানিয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?

গল্পবৃক্ষ, পর্ব-২২: নন্দিবিলাস-জাতক: রূঢ়ভাষে কষ্ট কারও করিও না মন

কেন্দ্রীয় সরকার গরমের মরসুমে হিট স্ট্রোকের আশঙ্কায় রাজ্যগুলিকে আগাম প্রস্তুতি নিতে বলেছে। রাজ্যকে তাদের হাসপাতালগুলিতে প্রস্তুত রাখতে বলা হয়েছে। এপ্রিল মাসে দেশে বৃষ্টির হার মোটের তুলনামূলক ভাবে স্বাভাবিক থাকতে পারে। গড়ে ৩৯.২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মৌসম ভবন জানিয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৭: সুভদ্রাপুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পঞ্চ পুত্র, কে বা কারা রইলেন পাদপ্রদীপের আলোয়?

উত্তম কথাচিত্র, পর্ব-৭০: বিচারক

প্রসঙ্গত উল্লেখ্য, চৈত্র মাসেই পশ্চিমবঙ্গের একাধিক জেলার কোনও কোনও অংশে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। কোথাও কোথাও আবার কয়েক দিন আগেই ৪০ ছুঁইছুঁই হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content