শুক্রবার ২৫ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

এপ্রিলের শুরু থেকেই গরমের ঝাঁঝ বেড়েছে। তীব্র গরমে দক্ষিণবঙ্গের আবস্থা কাহিল। এর মধ্যে কয়েক দিন বৃষ্টি হলেও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এখন বেলা বাড়লেই রোদের ঝাঁঝ বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, তাপপ্রবাহ শেষ হলেই স্বস্তির বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে শনিবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাসাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দফতর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। হাওয়া দফতর আমজনতাকে সতর্কও করেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছ’ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ বৃদ্ধি হতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। শয়েই তালিকায় রয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া —এই চার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া এবং বীরভূমেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবারও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১০: বনবাসী রামের নিরাসক্ত ভাবমূর্তির অন্তরালে, ভাবি রামরাজ্যের স্রষ্টা দক্ষ প্রশাসক রাম

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৪: ‘মহেশ্বরের অনন্ত ধৈর্য’

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই আবহাওয়ায় পরিবর্তন হবে। শনিবার থেকেই হাওয়ার গতিপথ পরিবর্তন হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা জলীয় বাষ্পের প্রভাবের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি শুরু হবে। শনিবার মাঝারি থেকে ভারী ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শয়েই তালিকায় রয়েছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা। সঙ্গে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৭: পাতি সরালি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১২: অপারেশন অপহরণ

হাওয়া দফতর জানিয়েছে, রবিবার এবং সোমবার বাড়বে ঝড়ের প্রকোপ। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৫০-৬০ কিমি বেগে। রবিবার এবং সোমবার ঝড়বৃষ্টি হতে পারে। বীরভূম, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৭০: বিচারক

পর্ব-৭০: জন্মান্তরের সুরসাধক আরডি বর্মণ

তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শনিবারের আগে বৃষ্টির হচ্ছে না। বুধবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি। দমদমের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content