
ছবি: প্রতীকী। সংগৃহীত।
গ্রীষ্মের তীব্র গরমে এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গ হাসফাঁস করতে শুরু করেছে। আপাতত বৃষ্টির ছিটেফোঁটাও নেই। সঙ্গে বেলা বাড়তেই চড়া হচ্ছে রোদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উলটে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ আরও বাড়বে। সঙ্গে চলবে তাপপ্রবাহও। আলিপুর আবহাওয়া দফতর শনিবার পর্যন্ত সাত জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।
আলিপুর আবহাওয়া দফতর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছ’ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে । বুধবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় তাপপ্রবাহ চলবে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া —এই তিন জেলাতেও লাল সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদেও।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১০: বনবাসী রামের নিরাসক্ত ভাবমূর্তির অন্তরালে, ভাবি রামরাজ্যের স্রষ্টা দক্ষ প্রশাসক রাম

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৪: ‘মহেশ্বরের অনন্ত ধৈর্য’
শনিবারও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ তারিখের আগে আবহাওয়ার বড় কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। এখন সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। যদিও রবিবার থেকে কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৭: পাতি সরালি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১২: অপারেশন অপহরণ
এখন বাতাসের আর্দ্রতা বেশি থাকায় দক্ষিণবঙ্গে লাফিয়ে লাফিয়ে গরম বাড়ছে। রাজ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তবে সেই জলীয় বাষ্পের বৃষ্টি ঘটানোর মতো শক্তি নেই। আবার ওই বাষ্প ভূপৃষ্ঠের কাছে জমা হয়ে থাকছে। ফলস্বরূপ ওই বাষ্প চাদরের মতো হয়ে থাকায় তাপ নিঃসরণ হচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিও হচ্ছে না। সেই সঙ্গে ঝাড়খণ্ডের দিক থেকে পশ্চিমের জেলাগুলিতে গরম হাওয়া প্রবেশ করছে। এর জন্যও তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

অসমের আলো অন্ধকার, পর্ব-৪৯: পান-সুপারি ছাড়া অসম্পূর্ণ অসমীয়া খাবারের থালি

পর্ব-১৪: আকাশ এখনও মেঘলা
কখন তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়? সাধারণত কোনও জায়গার সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁলে, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়। আলিপুর আবহাওয়া দফতর এই আবহে দক্ষিণবঙ্গের জন্য বেশ কিছু সতর্কতাও জারি করেছে। পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে বয়স্ক ও শিশুদের দীর্ঘ ক্ষণ বাইরে না থাকার। হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে বলা হয়েছে। সঙ্গে ছাতা কিংবা টুপি ব্যবহার করতে হবে। সেই সঙ্গে শরীরে জলশূন্যতার সমস্যা এড়াতে পর্যাপ্ত পরিমাণে জলপান করারও পরামর্শ দেওয়া হয়েছে।