বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

পূর্বাভাস মতো শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। যদিও শনিবার সামান্য কমেছে। আলিপুরে পয়লা বৈশাখের দিনের পারদ ছিল ৩৯.২ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি।

পিছিয়ে নেই সল্টলেকও। সেখানে শনিবার দিনের তাপমাত্রার পারদ ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ৪০.২ ডিগ্রি সেলসিয়াস ছিল দমদম তাপমাত্রা। খুব বেশি পিছিয়ে নেই হাওড়া। সেখানেও দিনের পারদ ছিল ৪০ ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি বেশি। হুগলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াকে হারিয়ে ক্যানিংয়ে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় দিনের পারদ ছিল ৪০.৩ ডিগ্রি। শনিবার ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল বসিরহাটে সর্বোচ্চ তাপমাত্রা। ডায়মন্ড হারবারের তাপমাত্রা ছিল ৩৭.৯ সেলসিয়াস।
আরও পড়ুন:

তীব্র দহনে জ্বলছে সারা বাংলা! অস্বস্তির গরম থেকে রেহাই পেতে কী করবেন, কী করবেন না জানিয়ে দিল নবান্ন

অজানার সন্ধানে: মুছে যাক গ্লানি মুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা…

এদিকে, শনিবার বাংলার পশ্চিমে প্রায় সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার রাজ্যের উষ্ণতম জায়গায় ছিল বাঁকুড়া। তাপমাত্রা ছিল ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগর ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে দিনের পারদ ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ও ঝাড়গ্রামে যথাক্রমে ৪০.৮ ডিগ্রি এবং ৪১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূম ও মুর্শিদাবাদে দিনের তাপমাত্রা ছিল যথাক্রমে ৪১.৪ ডিগ্রি ও ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি, আর দিঘায় ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

আনন্দে-সুখে ভরিয়ে তুলতে চান নিজেকে? রইল কয়েকটি সহজ উপায়

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫১: সর্বত্র নিরবিচ্ছিন্ন প্রচার প্রয়োজন, তবেই বাড়বে মাছ নিয়ে সচেতনতা, উপকৃত হবে আমজনতা

উত্তরবঙ্গে মালদহ এবং বাগডোগরার তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। শনিবার বাগডোগরায় তাপমাত্রা ছিল ৩৮.৩ সেলসিয়াস। মালদহ ও বালুরঘাটের তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৮.৩ ডিগ্রি ও ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।। বালুরঘাটে ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে দিনের পারদ ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। ২৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কালিম্পঙে। জলপাইগুড়িতে ও আলিপুরদুয়ারে যথাক্রমে ৩৬.৫ ও ৩৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

Skip to content