বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছেই। এর মধ্যে আবার দক্ষিণের তিন জেলায় সোমবারও শিলাবৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে ঝোড়ো হাওয়া পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের সব জেলাতেই বৃহস্পতিবার অবধি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
আজ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। হাওয়া অফিস সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে জেলায় কমলা সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

বিধানে বেদ-আয়ুর্বেদ: দীর্ঘদিন অম্লপিত্তের সমস্যায় ভুগছেন? আয়ুর্বেদে রয়েছে সহজ প্রতিকার

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৩: যার কাছে টাকা-পয়সা থাকে এ জগতে সেই হল পণ্ডিত

হাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এই পাঁচ জেলাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

ভবিষ্যবাণী, আপনার জীবনে বাস্তুশাস্ত্রের আটটি দিকের গুরুত্ব ঠিক কতটা? জেনে নিন একঝলকে

উত্তম কথাচিত্র, পর্ব-৩৩: হৃদয়পুরের লক্ষ্যপূরণ ‘কঙ্কাবতীর ঘাট’

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও। উত্তরের বাকি পাঁচ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা আছে। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। মঙ্গলবারও দার্জিলিঙে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরের আট জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Skip to content