রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


প্রয়াত কাউন্সিলর গৌতম হালদার।

শোকের ছায়া কলকাতা পুরনিগমের চার নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর গৌতম হালদার প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। তিনি দীর্ঘ দিন লিভারের ক্যানসারে ভুগছিলেন। রবিবার ভোর মহালয়ার দিন তাঁর মৃত্যু হয়। গৌতমবাবু শনিবারও ফেসবুক পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আসা যাওয়ার স্রোতে ভাসা এই বিশ্ব সংসার…।’ সেখানে তিনি দলের নেতানেত্রীদের শারদীয়ার শুভেচ্ছাও জানান। উল্লেখ্য, সেই ক্যানসারকে নিয়েই কাউন্সিলর হিসেবে তাঁর সব দায়িত্ব পালন করে যাচ্ছিলেন গৌতমবাবু।
আরও পড়ুন:

মহালয়া কি শুধুই পিতৃপক্ষের অবসান

ছোটদের যত্নে: শিশু পেটের ব্যথায় ভুগছে? তাহলে শিশু বিশেষজ্ঞের এই পরামর্শগুলি মেনে চলুন

গৌতম ২০১৫ সাল থেকে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে দক্ষিণ শহরতলির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। রবিবার ভোরে সেই হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রবিবার ভোর-রাত তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর।
গৌতমবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ফেসবুক পোস্টে লেখেছেন, ‘‌গৌতমবাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি আমাদের কাছে লড়াকু সৈনিক হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবেন।’‌ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রবিবার গৌতম হালদারের বাড়িতে যান। মেয়র তাঁর মরদেহে দলীয় পতাকা এবং মালা দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষও। ফিরহাদ কাউন্সিলরের পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন। গৌতমবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও অনুগামীদের মনে। এলাকার লোকেদের কাছে তিনি পরিচিত ছিলেন নিজের কাজের জন্য।

Skip to content