শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে তীব্র বিস্ফোরণ। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচে। আহতদের উদ্ধারের পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তাঁদের দেখতে হাসপাতালে যাচ্ছেন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে।
আরও পড়ুন:

কাশ্মীরে বজ্রপাতে নয়, পাঁচ সেনাকর্মীর মৃত্যু জঙ্গি হামলাতেই, জানিয়ে দিল সেনা

গরমে দিন-রাত ফ্রিজ চলে? এই সব টোটকায় কম আসবে বিদ্যুতের বিল

এ প্রসঙ্গে দমকল কর্মীরা জানিয়েছেন, বাড়িতে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন লেগে যায়। তার ফলে এই কাণ্ড ঘটেছে। প্রথমে দু’জনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তা পর তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসএসকেএমের বার্ন ইউনিট এবং ট্রমা কেয়ারে এই ঘটনায় আহতরা ভর্তি রয়েছেন। ৪ জন ভর্তি রয়েছেন বার্ন ইউনিটে।

Skip to content