শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

রাজ্যে কালবৈশাখীর আগে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকাল সেই আশঙ্কা ঘনাবে। বাংলায় এই সম্ভাবনা আরও সাতদিন থাকতে পারে। এমনটাই ধারণা আলিপুর আবহাওয়া দফতরের।

এ নিয়ে আবহাওয়া দফতর সোমবার উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা এবং হলুদ রঙের সতর্কতা জারি করেছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫টি জেলায়। আর হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
মঙ্গলবার থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া দফতর সোমবার সেই সতর্কতার মাত্রা আরও বাড়িয়েছে। আবহাওয়া দফতর মনে করছে, বাংলা ঘেঁষে ঝাড়খণ্ডের সীমানায় একটি অক্ষরেখা তৈরি হচ্ছে। স্বাভাবিক ভাবে পশ্চিমবঙ্গেও জলীয় বাষ্প সঞ্চার করবে। এর জেরেই রাজ্যে তাণ্ডব চালাতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। এমনকি, শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে।
আরও পড়ুন:

আসছে কালবৈশাখী, বাংলার ১০ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা! কোথায় কোথায় সতর্কতা, জানিয়ে দিল হাওয়া দফতর

দেদার খানাপিনা হয়ে গিয়েছে? বদহজম এড়াতে সঙ্গে রাখুন এই বিশেষ পানীয়

উত্তরবঙ্গের ৫ জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার দু’ দিনই শিলাবৃষ্টি হতে পারে।

ষাট পেরিয়ে, পর্ব-২৫: মা-বাবার বয়স বাড়ছে, এই সময় পড়ে গেলে বড় বিপদ ঘটতে পারে, সুরক্ষার প্রয়োজনে মানতে হবে কিছু নিয়ম/১

দুই কন্যা কাঁপালেন অস্কার মঞ্চ! ভারতে অস্কার আনল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

হাওয়া অফিস আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করেছে। অন্য দিকে, দক্ষিণবঙ্গে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আবার শনি থেকে সোমবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Skip to content