সোমবার ৮ জুলাই, ২০২৪


বুধবার দুপুর নাগাদ কলকাতার বেলগাছিয়ার মিল্ক কলোনির সেন্ট্রাল ডেয়ারিতে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। জানা গিয়েছে, আগুন লাগেছে বুধবার বিকেল পৌনে তিনটে নাগাদ। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদও ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন রয়েছে। প্রথমে চারটি ইঞ্জিন আনা হয়েছিল। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকল বাহিনী ইঞ্জিনের সংখ্যা বাড়ায়। এখনও আরও ইঞ্জিন বেলগাছিয়ায় আনা হতে পারে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সেন্ট্রাল ডেয়ারির নতুন ভবনে বিকেল পৌনে ৪টে নাগাদ আগুন লাগেছে। তখন সেখানে পুরোদমে কাজ চলছিল। মূলত যে বহুতলে আগুন লেগেছে, সেটি সেন্ট্রাল ডেয়ারির প্রশাসনিক ভবন বলে জানা গিয়েছে। প্রশাসনিক ভবন থেকে কালো ধোঁয়া দেখতে পেয়ে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায়। সবাই ওই বহুতল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩২: সরকারবাড়ির ছেলেদের সঙ্গে শ্রীমার বুড়ি-বুড়ি খেলা

তাপমাত্রা কমবে আরও দুই থেকে তিন ডিগ্রি, শীত আবার ফিরবে? হাওয়া দফতর কী বলছে?

তার পড়ে দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থনে রওনা দেয়। সূত্রের খবর, দমকল বাহিনীকে খবর দেওয়া হয় বিকেল চারটে নাগাদ। দমকল বাহিনীর ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কুলিং প্রসেস শুরু হয়েছে। তবে এখনও ওই ভবনের কোথাও আগুন রয়েছে কি না, তা দেখছেন দমকল কর্মীরা। দমকলমন্ত্রী সুজিত বসু আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন। তিনি দমকল কর্মীদের সঙ্গে কথা বলেন। সেন্ট্রাল ডেয়ারির কর্মীদের সঙ্গেও দমকলমন্ত্রীকে কথা বলতে দেখা যায়।

Skip to content