শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫


কলকাতায় ফের অগ্নিকাণ্ড। তিলজলায় ৪২ নম্বর বাস স্ট্যান্ডের কাছে মঙ্গলবার বিকেলে নাগাদ একটি জুতোর গুদামে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
ওই বহুতল রয়েছে তিলজলার ৪ নম্বর সাপগাছি ফার্স্ট লেনে। জুতো কারখানাটি রয়েছে সেই পাঁচতলা ফ্ল্যাটের দ্বিতীয় তলে। সেখানে মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ আগুন লাগে। দমকল সূত্রে জানা গিয়েছে, জুতো কারখানার মধ্যে কেউ আটকে নেই।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৪: ভাবলাম এ যাত্রায় কোনও রকমে বাঁচা গেল, কিন্তু এতো সবে সন্ধ্যে! রাত তখনও অনেক বাকি…

বাড়তি ওজন কমাতে চান? রান্নাঘরের কোন চারটি মশলা খেলেই ঝরবে মেদ?

প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন সেখানে দমকলের আরও ৫টি ইঞ্জিন পাঠানো। প্রায় দু’ ঘণ্টা দমকলকর্মীরা কারখানার ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Skip to content