রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


আচমকা এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে সিটি স্ক্যান বিল্ডিংয়ে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ন’টি ইঞ্জিন। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আগুন লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ চলছে।
হাসপাতাল সূত্রে স্বস্তির খবর, যে জায়গায় আগুন লেগেছে, সেখানে কোনও রোগী ছিলেন না। কিন্তু সেখানে হাসপাতালের কয়েক জন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের সেখান থেকে দ্রুত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৪: শোকবিহ্বল মা, ক্ষোভে উত্তাল ভাই — তবুও কি বনবাস?

বাংলার নতুন রাজ্যপাল হলেন প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতি ভবন থেকে

দমকল সূত্রে খবর, প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। কিন্তু আগুনের উৎসস্থল ঠিক কোথায়, তা এখনও স্পষ্ট নয়। ঠিক কথা থেকে আগুন লেগেছে তা জানতে সিটি স্ক্যান বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করছেন দমকলকর্মীরা। জরুরি বিভাগের সামনেই অগ্নিকাণ্ডা ঘটায় সবাই হকচকিয়ে যান। এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে সিটি স্ক্যানের মেশিন প্রায় পুরোটাই পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১০: কান্না-হাসির দোল দোলানো ‘সাড়ে চুয়াত্তর’ [২০/০২/১৯৫৩]

খাই খাই: নৈশভোজের জন্য তৈরি করে ফেলুন মেথিশাকের লুচি

আগুন যাতে কোনও ভাবেই ছড়াতে না পারে, সেই চেষ্টাই সর্বতভাবে চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। সিটি স্ক্যান বিল্ডিংয়ের কাচ ভেঙে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের ফিরহাদ হাকিম এবং মন্ত্রী অরূপ বিশ্বাস।

Skip to content