শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫

বৃহস্পতিবার সকালে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছাকাছি একটি বহুতলে আগুন লেগে যায়। দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন লাগেছে ওই বহুতলের পাঁচ তলায়।
সূত্রের খবর, ওই বহুতলের রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিস রয়েছে। আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডে বহু সরকারি নথি নষ্ট হয়ে যেতে পারে। যদিও এই ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর নেই। মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জন্যই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকল আধিকারিকেরা জানিয়েছেন, ঠিক কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন:

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? কোন যোগাসনে সহজে মিটবে সমস্যা?

কন্ডোম ছাড়া মিলনে সুখ বেশি, কিন্তু বিপদের ভয়ও অনেক, কোন ৫টি ভুল মারাত্মক হয়ে উঠতে পারে?

গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের ওই বহুতল ভবনে প্রথম সকাল ৯টা ৫৩ নাগাদআগুন দেখা যায়। দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও চারটি ইঞ্জিন নিয়ে আসা হয়। দ্রুত আগুন নেভাতে ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুনের তাপে পাঁচ তলার বেশির ভাগ কাঁচের জানলা ফেটে গিয়েছে। ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের জেরে অফিসযাত্রী এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।

Skip to content