রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

বিরাটির একটি দোতলা বাড়িতে আগুন লেগে ২ জনের মৃত্যু হয়েছে। বাড়িটি বিরাটির মহাজাতি নগর এলাকায়। খবর পেয়েই দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে কোনও ভাবে বাড়িটিতে আগুন লেগে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে।
সূত্রের খবর, যখন আগুন লাগে তখন বাড়িতে ছিলেন বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা-মা। দমকল কর্মীরা আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা বাড়ি থেকে দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। এর পরে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। তবে ঠিক কী ভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে দমকল বিভাগ নিশ্চিত ভাবে জানায়নি। তবে তাঁদের অনুমান, বাড়িতে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
আরও পড়ুন:

বিরাটিতে বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ২ জনের, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড

জন্মের শংসাপত্র না থাকলে মিলবে না চাকরি, ভোটাধিকারও! কড়া নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার

জানা গিয়েছে, বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় (৫৯) একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। বিদ্যুতের বাবার বয়স ৯২ বছর। তিনি রেলের প্রাক্তন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

Skip to content