রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি সারবোঝাই লরি। ঘটনাটি ঘটেছে কলকাতার খিদিরপুরের বাবুবাজারে। বাবুবাজারে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে একটি যাত্রিবাহী গাড়িকে পিষে দেয়। যাত্রিবাহী গাড়ি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। ক্রেন এনে সেই গাড়িটিকে লরির নিচে থেকে তোলা হয়।কাটাপুকুরের দিক থেকে খিদিরপুরে আসার সময় দুর্ঘটনা। মনে করা হচ্ছে গাড়িটির ভিতরে বেশ কয়েকজন আটকে রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, সারবোঝাই লরিটি অতিরিক্ত মাল নিয়ে যাচ্ছিল।
ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে। তাঁরা উদ্ধারকাজ চালাচ্ছেন। গাড়িটি দুমড়ে মুচড়ে কার্যত খেলনা গাড়িতে পরিণত হয়েছে। বাইরে থেকে দেখা যায়, গাড়ির ভিতর দু’-তিন জন আটকে রয়েছেন। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটার আনা হয়েছে। গাড়িটির দরজা কেটে চালককে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, তাই দুর্ঘটনা প্রায় লেগেই থাকে। তাঁরা এও বলেন, প্রশাসনকে বারবার জানালেও সমস্যার সমাধান হয়নি।

Skip to content