পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের গার্ডেনরিচের বাড়ি থেকে অন্তত সাত কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার দুপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে।
শনিবার ফের পাহাড়প্রমাণ টাকার সন্ধান পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকেরা গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই বিশাল অঙ্কের টাকা উদ্ধার করেন।
শনিবার ফের পাহাড়প্রমাণ টাকার সন্ধান পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকেরা গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই বিশাল অঙ্কের টাকা উদ্ধার করেন।
আরও পড়ুন:
আরও ১৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে নবান্ন, নভেম্বরের মধ্যে মোট ৫০ হাজারের লক্ষ্যমাত্রা নিল রাজ্য
ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকেই বৃষ্টির প্রবল সম্ভাবনা
সূত্রের খবর, নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে শনিবার সকালে প্লাস্টিকের থলিতে ওই টাকা পাওয়া গিয়েছে। প্লাস্টিকের থলির মধ্যে ৫০০ এবং ২০০০ টাকার অসংখ্য নোটের বান্ডিল রয়েছে। এই বিশাল অঙ্কের টাকা গুনতে যন্ত্রও আনা হচ্ছে বলে ইডি সূত্র খবর।
বিশেষ সূত্রের জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইডির আধিকারিকেরা নিউটাউন, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা-সহ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে তল্লাশি অভিযান শুরু করেন। জানা গিয়েছে, মোবাইল অ্যাপ প্রতারণা সংক্রান্ত একটির মামলার তদন্তের অংশ হিসেবে তল্লাশি অভিযান চালায় ইডি।
বিশেষ সূত্রের জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইডির আধিকারিকেরা নিউটাউন, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা-সহ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে তল্লাশি অভিযান শুরু করেন। জানা গিয়েছে, মোবাইল অ্যাপ প্রতারণা সংক্রান্ত একটির মামলার তদন্তের অংশ হিসেবে তল্লাশি অভিযান চালায় ইডি।