শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ফের পাহাড়প্রমাণ টাকার সন্ধান পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকেরা গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে এই বিশাল অঙ্কের টাকা উদ্ধার করেছেন।
সূত্রের খবর, নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে শনিবার সকালে প্লাস্টিকের থলিতে ওই টাকা পাওয়া গিয়েছে। প্লাস্টিকের থলির মধ্যে ৫০০ এবং ২০০০ টাকার অসংখ্য নোটের বান্ডিল রয়েছে। এই বিশাল অঙ্কের টাকা গুনতে যন্ত্রও আনা হচ্ছে বলে ইডি সূত্র খবর।
আরও পড়ুন:

ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকেই বৃষ্টির প্রবল সম্ভাবনা

অচেনা টলিউড, পর্ব-২: প্রোডিউসাররা টাকা নিয়ে তৈরি, আর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিচালক!

বিশেষ সূত্রের জানা গিয়েছে, ইডি আধিকারিকেরা নিসারের বাড়ি থেকে উদ্ধার হওয়া অর্থ বাজেয়াপ্ত করে তা গোনার জন্য ব্যাঙ্কের আধিকারিকদের আনা হবে। ইডি ইতিমধ্যেই ঘটনাস্থলে ফোর্স চেয়ে পাঠিয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইডির আধিকারিকেরা কলকাতার তিনটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন। ম্যাকলয়েড স্ট্রিট, মোমিনপুরে বন্দর এলাকায় এবং গার্ডেনরিচের শাহি আস্তাবলে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Skip to content