শুক্রবার ৫ জুলাই, ২০২৪


সপ্তমীর মতো না হলেও অষ্টমীতে মিলে গেল হাওয়া দফতরের পূর্বাভাস। সোমবার দুপুর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়। তার মাঝেই অষ্টমীতে ঠাকুর দেখার ধুম। যানজটে বিধস্ত উত্তর কলকাতার বিভিন্ন রাস্তা। বিকেলে উত্তর কলকাতার ঠাকুর দেখতে বেরিয়েছেন? কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে বিটি রোড থেকে শিয়ালদহের বিভিন্ন রাস্তায় যানজট রয়েছে। জাবাজারে ছিল হালকা যানজট। তা ছাড়া শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বিধান সরণিও যানজটে স্তব্ধ হয়ে রয়েছে। ষষ্ঠী এবং সপ্তমীর মতো অষ্টমীতেও বন্ধ রয়েছে গ্রে স্ট্রিট, নিমতলা ঘাট রোড।
কলেজ স্কোয়্যার, চালতাবাগান, মহম্মদ আলি পার্কের পুজো দেখার জন্য চিরাচরিত ভিড় শুরু হয়েছে বিকেলে। তার জন্য মহাত্মা গান্ধী রোডে যান চলাচল ঢিমে গতিতে চলছে। হাতিবাগানের একাধিক পুজো দেখার জন্য এপিসি রোড, বিটি রোড থেকে দর্শনার্থীরা মিশছেন বিধান সরণির রাস্তায়। ফলত, ওই রাস্তাতেও বেশ যানজট।
আরও পড়ুন:

অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি, একাধিক রাস্তায় প্রবল যানজট, দক্ষিণ কলকাতায় কোন কোন এলাকা থমকে?

পুজোর মেকআপেও সমান ভাবে ফুটে উঠুক সৌন্দর্য ও ব্যক্তিত্ব

এ বছর সন্তোষ মিত্র স্কোয়্যার সর্বজনীনের পুজো আলাদা করে মানুষের ভিড় টানছে। এ ছাড়াও শিয়ালদহ এলাকায় একাধিক পুজোয় ভিড়ের কারণে ওই এলাকায় ঘন ঘন যানজট হচ্ছে। অষ্টমীতেও বন্ধ রয়েছে সূর্য সেন স্ট্রিট। উত্তরের মতো মধ্য কলকাতায় ট্র্যাফিকের হাল অতটা ধীর না হলেও বেশ কিছু জায়গায় যানজট দেখা যাচ্ছে। অন্য দিকে, সল্টলেকের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভিআইপি রোডেও মসৃণ গতিতে চলছে গাড়ি-বাইক। ইএম বাইপাসেও যান চলাচল স্বাভাবিক।

Skip to content