ছবি প্রতীকী।
শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। নৈহাটিতে যান্ত্রিক গোলযোগের জেরে এই সমস্যা দেখা দিয়েছে। শিয়ালদহমুখী সব ট্রেন আটকে রয়েছে। এ সবের পাশাপাশি অন্য প্রান্ত থেকে ট্রেন না সময়ে ছাড়ছে না আসায় আপ লোকালগুলিও।
যান্ত্রিক গোলযোগের ঘটনায় দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় শিয়ালদহ স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত নৈহাটি স্টেশন পর্যন্ত ট্রেন চালছে। যদিও কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
বাড়িতে নেলপলিশ রিমুভার নেই? চটজলদি সমাধান পান এই সব ঘরোয়া উপায়েই
হেলদি ডায়েট: দাঁতকে অবহেলা নয়, শিশুর দাঁতের যত্ন নিন গোড়া থেকেই, সতর্ক হন এই সব খাবারে
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, নৈহাটিতে একটি পয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেকারণে নৈহাটির আগেই আটকে পড়েছে ডাউন লোকালগুলি। অন্যদিকে, শিয়ালদহে ট্রেনগুলি না পৌঁছনয় সময়ে ছাড়া যাচ্ছে না আপ লোকালগুলিকেও। কৌশিক এও জানান, এর প্রভাব পড়ছে রেলের অন্যান্য শাখাতেও।