শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বর্ধিত হারে ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে বিক্ষোভ। মঙ্গলবার কর্মচারীদেরই একাংশ সেই বিক্ষোভ অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীরা আদালতের সামনে জড়ো হয়ে ডিএ-র দাবিতে স্লোগান দিতে থাকেন। আদালত ভবনের মধ্যেও বিক্ষোভ চলে। এর ফলে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নিজের মামলার ফাইল টেবিলে তুলে নেন। তিনি নিজেই কর্মচারীদের কাজ করতে শুরু করেন।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার। যদিও সেই নির্দেশ এখনও সরকার কার্যকর করেনি। রাজ্য সরকার বরং ফের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে হাইকোর্টে। মঙ্গলবার তারই প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন হাই কোর্টের কর্মচারীরা। আদালতে বিচারপতিরা বসলেও, কর্মচারীদের একাংশ কোর্ট থেকে বেরিয়ে যান। তখন বাধ্য হয়ে প্রধান বিচারপতি নিজেই তাঁর টেবিলে মামলার ফাইল তুলে নেন বলে জানা গিয়েছে।

Skip to content