শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

কলকাতায় আরও একটি মেট্রো পরিষেবা শুরু হতে চলছে। রেলওয়ে সেফটি কমিশন জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর সবুজ সঙ্কেত দিয়ে দিল। জানা গিয়েছে, আগামী মাস তিনেকের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু হতে পারে।
গত ১০ নভেম্বর চূড়ান্ত পর্বের মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো পরীক্ষা করে দেখা হয়। রেলওয়ে সেফটি কমিশনার আব্দুল লতিফ খান সব দিকে খতিয়ে দেখেন। প্ল্যাটফর্ম, কন্ট্রোল প্যানেল, মেট্রো স্টেশন, রেলপথ-সহ যাবতীয় পরিষেবা খতিয়ে দেখেন কমিশনার। এর পরই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা চলাচলের ছাড়পত্র দেওয়া হয়।
আরও পড়ুন:

বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে, পর্ব-৪০: কীর্তনখোলা নদীর তীরে সন্ধ্যার বরিশালের অন্য আকর্ষণ

শনিবার ভোর থেকেই সাঁতরাগাছি সেতুর এক দিক সম্পূর্ণ বন্ধ, রাতে বন্ধ থাকবে দু’দিকই, বিকল্প পথ কী কী?

বাংলার নতুন রাজ্যপাল হলেন প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস, ঘোষণা রাষ্ট্রপতি ভবন থেকে

গত ১৫ সেপ্টেম্বর প্রথম বার পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। সেবার জোকা-তারাতলার মধ্যে সাড়ে ছ’কিমি দীর্ঘ মেট্রো পথে মহড়া হয়। প্রথম পর্যায়ে মেট্রো কর্তৃপক্ষ জোকা-তারাতলা রুটে মোট ছ’টি স্টেশন— জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলাকে নিয়ে পরিষেবা শুরু করতে চায়।
আরও পড়ুন:

নাভিতে নিয়মিত তেল মালিশ করেন? জানেন এতে কী লাভ হয়

এবার ইউরোপের ধাঁচে ভারতেও সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীর জন্য একই চার্জার! ঘোষণা কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের

জানা গিয়েছে, আপাতত জোকা-তারাতলা রুটে একটি করেই ট্রেন চলবে। ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছে সেটিই আবার ফিরে আসবে। এর জন্য আপ এবং ডাউন লাইন ইতিমধ্যেই প্রস্তুক করে রাখা হয়েছে।

Skip to content