ছবি: প্রতীকী।
মেট্রোয় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় এঘেয়েমি লাগে? চিন্তা নেই, যাত্রাপথে আপনাদের মনোরঞ্জনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেট্রো রেল। এ বার মেট্রোতে ‘ছোটা ভীম’ বা ‘টম অ্যান্ড জেরি’ দেখে সময় কাটিয়ে দিতে পারেন। এ বার মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের মনোরঞ্জনের কথা ভেবে রেলের কামরার ভিতরেই কার্টুন দেখানোর বন্দোবস্ত করেছেন। এই ব্যবস্থা চালু হয়েছে আজ শুক্রবার থেকেই।
এত দিন পর্যন্ত রেলের কামরার ভিতর ডিসপ্লে বোর্ডে কেবল স্টেশনের নাম এবং প্ল্যাটফর্ম কোন দিকে পড়বে, তাই-ই জানা যেত। এ বার থেকে মেট্রো রেলের ভিতর থাকা সেই বোর্ডেই কার্টুন দেখতে পাবেন যাত্রীরা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মূলত স্কুলপড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে, মেট্রো রেলের যাত্রীদের একঘেয়েমি কাটানোর বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
আরও পড়ুন:
| ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১৮: ও দয়াল! বিচার করো!
পরিযায়ী মন, পর্ব-৮: চোখিধানির জগৎখানি
কলকাতা মেট্রোর মুখ্য জনসংছযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেখানে জানানো হয়েছে, অনেকেই মেট্রো রেলের কার্টুন পরিষেবা পেয়ে ভীষণ আনন্দিত। যাত্রীদের বিনোদনের কথা ভেবে মেট্রোর এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন:
রণবীরের নায়িকা হতে চেয়েছিলেন সেই ১৬-তেই, চেষ্টা করেও কোন ছবির সুযোগ হাতছাড়া হয় আলিয়ার?
দেহের ৩ অঙ্গই জানান দিতে পারে রক্তে শর্করার মাত্রা বাড়ছে কি না, সেগুলি কী কী জানেন?
শুক্রবার থেকেই মেট্রোর ‘মেধা’ রেকে কার্টুন দেখা যাচ্ছে। তবে শুধু কার্টুন নয়, ওই ডিসপ্লে বোর্ডে পরবর্তী স্টেশনের নাম এবং ম্যাপ করে দেখানো হচ্ছে। এই মুহূর্তে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে দক্ষিণেশ্বর অবধি চলাচল করা নর্থ-সাউথ মেট্রোতেই এই কার্টুন পরিষেবা পাওয়া যাবে।